Last Updated: September 11, 2012 18:45

রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। রাজ্যে নারীদের উপর বেড়ে চলা ক্রমবর্ধমান নির্যাতনের প্রতিবাদে কলকাতার ৩২ টি থানার সামনে মানব বন্ধন গড়ে তুলল কলকাতা জেলা বামফ্রন্ট। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে থানা গুলোর সামনে এক সঙ্গে মানববন্ধন তৈরী করল তারা।
শুধুমাত্র জুলাই, অগাস্ট এই দুই মাসেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন ধর্ষণের সংখ্যা ৩৭। তার সাথেই পাল্লা দিয়ে রোজ রোজ বাড়ছে শ্লীলতাহানির সংখ্যাও। শুধু বিরোধীরাই নয়, রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতন নিয়ে সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হচ্ছেন অনেকেই। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের সঙ্গে পুলিসের সরাসরি যোগাযোগেরও অভিযোগ আসছে। এই নিয়ে প্রায় প্রতিদিনই সরকারের বিরুদ্ধে তোপ দাগছে বিরোধী দলেরা। এমনকি শরিক দল কংগ্রেসও সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এই নিয়ে।
First Published: Tuesday, September 11, 2012, 18:45