Last Updated: April 18, 2013 14:03

প্রেসিডেন্সিকাণ্ডে আজ থেকে পৃথক তদন্ত শুরু করল রাজ্য মানবাধিকার কমিশন। ভাঙচুরের ঘটনার তদন্তে আজ প্রেসিডেন্সিতে গেলেন মানবাধিকার কমিশন নিযুক্ত তদন্ত কমিটির প্রধান অমল মুখোপাধ্যায়।
উপাচার্য মালবিকা সরকারের সঙ্গে কথা বলেন অমল মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তিনি। এরপর বেকার ল্যাব ঘুরে দেখতে পারেন অমল মুখোপাধ্যায়।
পাশাপাশি, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা হতে পারে তাঁর। দায়িত্ব পাওয়ার পর গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন অমল মুখোপাধ্যায়।
অমল মুখোপাধ্যায় জানান, তদন্ত কমিটির থেকে পনেরো দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে মানবাধিকার কমিশন।
First Published: Thursday, April 18, 2013, 14:03