Last Updated: November 16, 2012 19:46

তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সব পদ ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি।
মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যেই অধীর চৌধুরী-ঘনিষ্ঠ এই বিধায়ককে কংগ্রেস থেকে ভাঙিয়ে নিজেদের শিবিরে নিয়ে এল তৃণমূল কংগ্রেস, এমনই ধারণা রাজনৈতিক মহলের। কেননা, রাজ্যে তৃণমূলকে কড়া বার্তা দিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অধীর চৌধুরীকে কেন্দ্রে মন্ত্রী করে। সেই মুর্শিদাবাদেই কংগ্রেসে ভাঙন ধরিয়ে অধীর চৌধুরী শিবিরকে দুর্বল করার চেষ্টা নামল তৃণমূল কংগ্রেস।
First Published: Friday, November 16, 2012, 19:46