Last Updated: May 21, 2012 10:56

রবিবারের কালবৈশাখীর পর রাজ্যে খানিকটা কমতা পারে তাপমাত্রা। তবে বাতাসে এখনও যথেষ্ট জলীয় বাষ্পের যোগান থাকায় অস্বস্তি কয়েকগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়। ব্যাপক ঝড়বৃষ্টিতে অনেকটাই নেমে যায় তাপমাত্রা। কলকাতার বিভিন্ন এলাকায় ঘটে যায় বিপত্তিও। মিলনমেলায় ক্ষতিগ্রস্থ হয় স্বনির্ভর গোষ্ঠীর স্টল। ভিআইপি রোডে শ্রীভূমি ও লেকটাউনের মধ্যে সরকারের বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হওয়া একটি গেট ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ঝড়বৃষ্টির কারণে বিদ্যুত সরবরাহে বিঘ্ন ঘটায় শিয়ালদা মেন শাখায় কয়েকটি লোকাল ট্রেন দেরিতে ছাড়ে। হাওড়ার লিলুয়ায় রেললাইনের ওপর গাছের ডাল পড়ায় কিছুক্ষণের জন্য কর্ড লাইন দিয়ে কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়।
ঝড়বৃষ্টিতে সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ঝড়বৃষ্টির জেরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ভাঙরের সুণ্ডিয়ায় গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি দোকান ও স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
First Published: Monday, May 21, 2012, 11:02