অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে ৭৫-র সুখী

অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে ৭৫-র সুখী

অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে ৭৫-র সুখী বন্ধ হয়ে গিয়েছে সরকারি ভাতা। চার নাতি-নাতনিদের নিয়ে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন আদিবাসী বৃদ্ধা। মর্মান্তিক এই ছবিটা বালুরঘাট শহর থেকে ঢিঁল ছোঁড়া দূরের খিদিরপুর ঘোষ পাড়ার। সেখানেই একটি ত্রিপলের ছাউনিতে নাতি নাতনিদের নিয়ে দিন গুজরান বছর ৭৫র সুখী সরেনের। ছেলে মেয়ে ছেড়ে চলে গিয়েছে। বৃদ্ধার কাছেই রয়ে গিয়েছে নাতি নাতনিরা। গোটা পরিবারটির রোজকার খাবার বলতে নাতি নাতনিদের আনা মিড-ডে মিল। স্কুল ছুটি হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে সেই রাস্তাও।

সুখী সোরেন আর তাঁর নাতি-নাতনিদের করুণ অবস্থার কথা জানেন প্রতিবেশিরাও। অনেক সময় তাঁরাও সাহায্য করেন পরিবারটিকে।

খবর পেয়েই সুখী সোরেনের কাছে ছুটে গিয়েছেন বালুরঘাটের মহকুমাশাসক। প্রতিশ্রুতি দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার।

First Published: Saturday, October 5, 2013, 10:29


comments powered by Disqus