খুন করে স্ত্রীর দেহ লোপাটের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

খুন করে স্ত্রীর দেহ লোপাটের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্ত্রীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালিন্দী থানা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ পারিবারিক বচসার জেরেই নিজের স্ত্রীকে খুন করেছেন স্থানীয় বাসিন্দা ভাস্কর নন্দী।

পাড়াপ্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করতেন ভাস্কর বাবু। রবিবার রাতে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তার স্ত্রীকে। চিকিত্সাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হওয়ায় এদিন সকালে সত্কারের জন্য দেহ নিয়ে যান ভাস্কর নন্দী। কিন্তু ভাস্কর বাবুর স্ত্রীর দেহে একাধিক ক্ষতচিহ্ন দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে মৃতদেহ আটকে দেন তাঁরা। ঘটনার জেরে ভাস্কর নন্দীকে ব্যাপক মারধরও করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।  

First Published: Monday, February 13, 2012, 13:11


comments powered by Disqus