Last Updated: February 24, 2013 20:20

হায়দরাবাদ নাশকতা কাণ্ডে নয়া মোড়। অন্ধ্রের বিজেপি চিফ জি কিশান রেড্ডি দাবি করলেন দিলখুশ বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা তাঁকে একটি হুমকি চিঠি পাঠিয়েছে। চিঠিতে নাকি এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে এবার তাদের টার্গেট হায়দরাবাদের আর এক জনবহুল এলাকা বেগম বাজার। সূত্রের খবর এর জেরে বাড়ানো হয়েছে হায়দরাবাদের নিরাপত্তা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীর রাজপথও।
আজ এক সাংবাদিক সম্মেলনে রেড্ডি জানান তাঁর কাছে উর্দু আর ইংরেজিতে লেখা চিঠিটি গত সপ্তাহের শুক্রবার এসেছিল। যদিও সাংবাদিকদের কাছে চিঠির কোন কপি দিতে তিনি অস্বীকার করেছেন। তবে এর সঙ্গে তিনি আরও জানান ইতিমধ্যেই অ্যাবিডস পুলিস স্টেশনে তিনি এই চিঠির প্রতিলিপি পাঠিয়ে দিয়েছেন।
অ্যাবিডস থানায় যোগাযোগ করা হলে সেখান থেকে রেড্ডির কাছ থেকে একটা চিঠি যে তারা আজ পেয়েছেন তা স্বীকার করে নেওয়া হয়। তবে বিষয়টি এখন যাচাইয়ের পর্যায়ে আছে বলে অ্যাবিডস থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
First Published: Sunday, February 24, 2013, 20:20