Last Updated: May 2, 2014 12:41

রাজনীতি নিয়ে নিজের মত প্রকাশে কোন কালেই পিছপা ছিলেন না বলি সুন্দরী প্রীতি জিন্টা। নরেন্দ্র মোদীর স্বপক্ষে এবার গলা তুললেন প্রীতি সুন্দরী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য বেনারসে গিয়ে পুজোয় দিয়ে এলেন তিনি।
পুজো দিয়ে সাংবাদিকদের তিনি জানান ``আমি ওনার ভক্ত। আশা করব উনিই জিতবেন। ওনার কোনও প্রচারের প্রয়োজন নেই। ঈশ্বরের কাছে ওনার জন্যই প্রার্থনা করে এলাম।``
টিনসেন টাউনে মোদীর অগুনতি ভক্তদের মধ্যে অন্যতম প্রীতি। মোদী প্রশংসায় পঞ্চমুখ একদা বলিউডের প্রথম সারির এই নায়িকা মনে করেন মোদীরই প্রধানমন্ত্রী হওয়া উচিৎ। তাঁর মতে মোদীকে সাধারণ মানুষ ভালবাসেন। তবে অরবিন্দ কেজরিওয়ালের দল সম্পর্কে টিনসেল টাউনের এই নায়িকার মন্তব্য ``হ্যাঁ। আমি আপ-কে পছন্দ করি। কিন্তু ওদের সময় দরকার। আসন জয় ওদের পক্ষে জরুরী।``
এর আগে টুইটারেও মোদী বন্দনায় মেতেছিলেন প্রীতি।
First Published: Friday, May 2, 2014, 12:41