Last Updated: July 15, 2013 10:32
পঞ্চায়েতের দ্বিতীয় দফার ভোটগ্রহণে রাজ্য দেখছে আশঙ্কা, অশান্তি, আর রক্তপাত। আপনার কি ভোট দিতে অসুবিধা হচ্ছে। আপনি কি আর এই দ্বিতীয় দফার ভোটের ভোটার অথবা আপনার পরিচিত, আত্মীয়, বন্ধুরা কেউ আজ ভোট দিলেন।
দ্বিতীয় দফার এই ভোটে আপনার কাছে এমন কিছু খবর আছে কি, যেটা আপনি জানাতে চান। নীচে আমাদের কমেন্ট সেকশন লিখুন আপনার খবর/অভিজ্ঞতার কথা। আপনার খবর শুনবে গোটা ওয়েব দুনিয়া।
ভোট দিতে আপনার অসুবিধা হলে ফোন করুন আমাদের এই দুটি নম্বরে-- ৩৯১৮০১১২, ২২৩৪২৪২৪
First Published: Monday, July 15, 2013, 11:15