Last Updated: September 20, 2013 19:59

আই লিগের ডার্বির আগেই কলকাতা লিগের ডার্বি করতে চাইছে আইএফএ। ১০ নভেম্বর মরসুমে প্রথমবার দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল আর মোহনবাগানের। সূচি এখনও প্রকাশ না করলেও, আইএফএ চাইছে নভেম্বরের ১০ তারিখ লিগের বড় ম্যাচ করে ফেলতে।
এদিকে পিছিয়ে যাচ্ছে আই লিগের ইস্টবেঙ্গল আর মহমেডানের বড় ম্যাচ। ২৮ সেপ্টেম্বর যুবভারতীতে এই ম্যাচ হওয়ার কথা ছিল। ইস্টবেঙ্গল এএফসি কাপের সেমিফাইনালে উঠলে ১ অক্টোবর তাদের বাইরে দিয়ে খেলতে হবে। তাই আগে ভাগেই ২৮ তারিখের বড়ম্যাচ পিছিয়ে দিল এআইএফএফ। নভেম্বরে এই ম্যাচ করতে চাইছে ফেডারেশন।
First Published: Friday, September 20, 2013, 20:30