হাতের নাগালে এল আইফোন ফাইভ

হাতের নাগালে এল আইফোন ফাইভ

হাতের নাগালে এল আইফোন ফাইভসব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল আইফোন ফাইভ। বুধবার গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় এক অনুষ্ঠানে আইফোনের এই নতুন মডেলকে তুলে ধরলেন অ্যাপল সংস্থার সিইও টিম কুক। আগামী শুক্রবার থেকেই বাজারে মিলবে অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোন। আইফোন ফাইভের বাজারদর ধার্য হয়েছে ১৯৯ মার্কিন ডলার।

গত বছরের রিপোর্ট বলছে অ্যাপেলের ঠিক আগের সংষ্করণের মোবাইল মডেল, আইফোন ফোর-এস, মুক্তি পাওয়ার প্রথম তিনদিনের বিক্রিই প্রায় চার মিলিয়ন ছুঁয়েছিল। সেই কারণেই, চাহিদা অনুযায়ী যোগান থাকলে, এবছর একসপ্তাহের মধ্যেই ১০ মিলিয়ন মডেল বিক্রি হতে পারে বলে অনুমান বিশ্লেষকদের। তাঁদের এই ধারণা সত্যি হলে সেপ্টেম্বর কোয়ার্টারে আইফোনের বিক্রি ২৬ মিলিয়নে পৌঁছবে যা ওয়াল স্ট্রিটের অন্যান্য বছরের গড় বিক্রি ২২ থেকে ২৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরের ৪ তারিখ আত্মপ্রকাশ করে ফোর এস। ঠিক তার পরের দিন, অক্টোবরের ৫-এ আধ খাওয়া আপেল ফেলে চিরতরে চলে যান ম্যাক-এর স্রষ্টা স্টিভ জোব্‌স।





First Published: Thursday, September 13, 2012, 16:41


comments powered by Disqus