Last Updated: March 10, 2013 12:46

সাহস তিনি অনেক দেখেছেন। তাঁর সাহসের চোটে সেন্সর বোর্ডের সদস্যদের ঘাম ঝরে যাওয়ার জোগাড়। সেই `সাহসী` শার্লিন চোপড়া এবার নিজেকে বললেন সেক্স বিপ্লবি। শার্লিন এক সাক্ষাত্কারে বলেন, আমি নিজেকে একজন সেক্স বিপ্লবী হিসাবে দেখি। আমি যা করছি তাতে সেক্স বিষয়ক ইতিহাসে নতুন বিপ্লব আনবে। প্রথম ভারতীয় হিসাবে প্লে বয় ম্যাগাজিনে নগ্ন ছবি তুলে রেকর্ড গড়া শার্লিন বলেন এ দেশে সেক্স শব্দটা একটা সময় ভয়-লজ্জার প্রতীক হিসাবে দেখা হত।
কিন্তু আমার জন্য লোকে ব্যাপারটা উপভোগ করতে শিখেছে। আমি এটা বোঝাতে পেরেছি সেক্স জিনিসটা লজ্জা বা মজার নয়, শুধুই উপভোগের। টুইটারে কখনও অর্ধ নগ্ন কখনও নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে শিরোনামে আসেন শার্লিন। নিজেকে সেক্স বিপ্লবী দাবি করা শার্লিন বলছেন, "ওটা আমার যখন যা মনে হয় তাই করি। আসলি আমি সব কাজ করি হৃদয়ের ডাকে সাড়া দিয়ে।"
সঘোষিত সেক্স বিপ্লবি এখন ব্যস্ত কামসূত্র থ্রি ডির শ্যুটিংয়ে। শার্লিনের দাবি তাঁর এই সিনেমা বলিউডে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমার নতুন সংজ্ঞা লিখবে।
First Published: Sunday, March 10, 2013, 12:46