Last Updated: March 5, 2013 23:30

সেনাবাহিনির স্পেশল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের দাবিতে লড়াই চালিয়ে যাবেন মণিপুরের অগ্নিকন্যা। সরকারের চাপের মুখে কোনও মতেই হার মানতে রাজি নন ইরম শর্মিলা। এদিন সংবাদমাধ্যমে শর্মিলা জানান, "আমি সাধারণ মানুষের জন্যই কাজ করছি।" বিশেষ করে আফসপা উপদ্রুত রাজ্যগুলির জন্য কাজ করে যেতে চান শর্মিলা। এমনটাই জানিয়েছেন তিনি। এ দেশের মানুষের সুবিচার পাইয়ে দেওয়ার স্বার্থে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শর্মিলা।
টানা ১২ বছর ধরে অনশন চালিয়ে যাওয়া এই সমাজকর্মী রাজনৈতিক নেতাদেরও তাঁর মতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের নেতাদের আমার অহিংস আন্দোলনের কথা শোনা উচিত।"
এক যুগ ধরে চালিয়ে যাওয়া আসফা বিরোধী অনশনে জবাব দিতে সরকারের এত বিলম্ব কেন? এই প্রশ্নের জবাবে মণিপুরের অগ্নিকন্যা বলেন, "বিপ্লব সময় চায়। আমিও শান্তি আর সুবিচারের আশাই করি।" ভারতের মতো গণতান্ত্রিক দেশে "মানুষের জন্যই সব আন্দোলন হয়", মত শর্মিলার।
First Published: Tuesday, March 5, 2013, 23:30