Last Updated: July 16, 2013 14:25

ভারতীয় বায়ুসেনার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ থেকে ছাঁটাই করা হল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। সচিনের বদলি হিসাবে বায়ুসেনার মুখ এবার থেকে বেসিক ট্রেনার যুদ্ধবিমান পিলাটাস।
ইতিমধ্যে ১৪টি পিলাটাস ভারতে এসে পৌঁছেছে। হায়দরাবাদে পাইলটরা এই বিমানে ট্রেনিং নেওয়া শুরু করেছেন।
দেশের যুব সম্প্রদায়কে বায়ু সেনা বিভাগে যোগদানে উৎসাহিত করার জন্যই সচিনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে বেছেছিল আইএএফ। কিন্তু এই উদ্দ্যোগ বাস্তবে কোনও সুফলই দিতে পারেনি। তাই শেষ পর্যন্ত সচিনের সঙ্গে সংযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিল আইএএফ।
২০১১তে সচিনকে তাঁর অনন্য ক্রিকেটীয় কেরিয়ারের জন্য বায়ুসেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন পদে ভূষিত করা হয়। তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি বিমান চালনার বিন্দুমাত্র কোনও অভিজ্ঞতা ছাড়াই এই সাম্মানিক পদ পান।
First Published: Tuesday, July 16, 2013, 14:38