Last Updated: September 24, 2013 21:16

বাবা-মা-ঠাকুমার মত ফিল্মি কেরিয়ার নয়! দাদুর মত ক্রিকেটের বাইশগজেই হাত পাকাতে চান ইব্রাহিম খান। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিমের এবছরই মুম্বইয়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অভিষেক হচ্ছে। দাদু মনসুর আলি খান পটৌডির উত্তরসূরি হিসেবে ইব্রাহিমের ছোট্ট কাঁধেই এখন দায়িত্ব পটৌডির ক্রিকেট গর্বকে বয়ে নিয়ে চলার।
বাবা মনসুর আলি খান পটৌডি চেয়েছিলেন ছেলে ক্রিকেটটা খেলুন! কিন্তু বাবার রুক্ষ বাইশ গজের থেকে সইফ আলি খানকে অনেক বেশি টানত মা শর্মিলা ঠাকুরের বলি-গ্ল্যামার। বাবা ইফতিকার আলি পটৌডি ও তাঁর পর কে ধরবেন নবাব পরিবারের ক্রিকেট গরিমা?মনসুর আলি খান পটৌডির এই ভাবনা বাস্তবরূপ পাচ্ছিল না। বলিউডের কাশ্মীর কি কলি স্ত্রী শর্মিলা ঠাকুরের মতই সইফ ও সোহা হয়ে উঠেছেন টিনসেল টাউনের নতুন নবাবি স্ট্যাটাস।
টাইগারের মৃত্যুর দু বছর পর পটৌডি পরিবার পেল ক্রিকেটের নতুন উত্তরসূরি। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম ধরলেন পরিবারের ক্রিকেট ব্যাটন। বারো বছরের ইব্রাহিম পড়েন মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে। চলতি বছরের নভেম্বর মাসে মুম্বইয়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্ট জাইলস শিল্ড অনূর্ধ্ব-চোদ্দ ইন্টার স্কুল টুর্নামেন্টে খেলবে ১২ বছরের ইব্রাহিম খান। এই টুর্নামেন্ট থেকেই একসময়ে উঠে এসেছেন সচিন থেকে আজকের রোহিত শর্মা।এবার সেখানেই ক্রিকেটের মূলস্রোতে অভিষেক হচ্ছে নবাব পরিবারের নতুন ক্রিকেটার ইব্রাহিম খানের।
First Published: Tuesday, September 24, 2013, 21:16