Last Updated: August 15, 2012 15:55

ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শ্যেন ওয়ার্ন থেকে শুরু করে অখ্যাত আইপিএল ক্রিকেটার, যৌন কেলেঙ্কারিতে ফেঁসেছেন অনেকেই। এবার যৌন কেলেঙ্কারিতে জড়ালেন আইসিসি-র প্রথম সারির আম্পায়ার আশাদ রউফ।
মুম্বইয়ের এক মডেল রইফের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। লীনা কাপুর নামে এই মডেল মুম্বই পুলিসের ডেপুটি কমিশনার প্রতাপ দিঘাভকরের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগও করেছেন। লীনার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬ মাস তাঁর সঙ্গে সহবাস করেন রউফ। কিন্তু তারপর রউফ কথা রাখেননি। সম্প্রতি রউফের সঙ্গে লীনা ফোনেও যোগাযোগ করেন। কিন্তু রউফ ফোন ধরেননি।

লীনা পুলিসকে জানিয়েছেন, কয়েকদিন আগে রউফ তাঁকে ফোন করে জানিয়েছেন তিনি লীনা নামে কাউকে চেনেন না। লীনার অভিযোগ রউফই তাঁকে বলেছিলেন তিনি বিবাহিত হলেও তাঁর ধর্মে দ্বিতীয় বিয়ে করতে কোনও অসুবিধা নেই। এদিকে রউফ লীনার সব অভিযোগ অস্বীকার করেছেন।
First Published: Wednesday, August 15, 2012, 16:14