আইসিএসইতে ভাল ফল রাজ্যের, প্রথম সর্বার্থ, দিব্য, সৌরভরা

আইসিএসইতে ভাল ফল রাজ্যের, প্রথম সর্বার্থ, দিব্য, সৌরভরা

আইসিএসইতে ভাল ফল রাজ্যের, প্রথম সর্বার্থ, দিব্য, সৌরভরা প্রকাশিত হল আইসিএসই পরীক্ষার ফল। দেশের মধ্যে ৪ জন প্রথম স্থানে রয়েছেন। রাজ্যে প্রথম স্থানাধিকারীর সংখ্যা ৩। দেশ ও রাজ্যে দুটি ক্ষেত্রেই মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি। মেধাতালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছে এরাজ্যের ছেলেমেয়েরা।

এ বছরের আইসিএসই-তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৮৭ জন। তাদের মধ্যে মেধাতালিকায় ফের নিজেদের দাপট দেখাল এরাজ্যের ছেলেমেয়েরা। দেশ এবং রাজ্য দুক্ষেত্রেই মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি। মেয়েদের পাশের হার ৯৮.২৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৭.৫ শতাংশ। দেশের মধ্যে সর্বোচ্চ প্রাপকের নম্বর ৯৮.৬ শতাংশ।

আইসিএসই পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে জলপাইগুড়ির সর্বার্থ ভট্টাচার্য ও কলকাতার দিব্য সাহা, সৌরভ হালদার। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ। ৯৮.২ শতাংশ পেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে অভিমন্যু নাগ, প্রতীক পূজারী। রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছেন চন্দ্রমোহন রায় ও সৌম্যজ্যোতি রাহা। তাদের প্রাপ্ত নম্বর ৯৮।

রাজ্যের আরও কয়েকটি স্কুলে ফলাফল ভাল হয়েছে। তাদের মধ্যে রয়েছে মডার্ন হাই স্কুল। সর্বোচ্চ নম্বর প্রাপক পেয়েছেন ৯৮ শতাংশ। ফিউচার ফাউন্ডেশন স্কুলে সর্বোচ্চ নম্বর ৯৬.৮ শতাংশ। লা মার্টিনিয়ার ফর বয়েজের প্রাপ্ত নম্বর ৯৭.৪ শতাংশ। লা মার্টিনিয়ার ফর গার্লস ৯৭.৬ শতাংশ, সাউথ পয়েন্টের প্রথম স্থানাধিকারী পেয়েছেন ৯৭ শতাংশ।

রাজ্যে এবার পরীক্ষায় বসেছেন ২৮ হাজার ২৭২ জন শিক্ষার্থী। সেন্ট জেমস পেয়েছে ৯৫.৫ শতাংশ নম্বর।

First Published: Wednesday, May 21, 2014, 22:14


comments powered by Disqus