Last Updated: June 24, 2013 14:11

বিচ্ছেদের পর বিজেপি-জেডিইউ কাদা ছোড়াছুড়ি দিন দিন তীব্রতর হচ্ছে। রবিবার বিজেপি সভাপতি রাজনাথ সিং সংযুক্ত জনতা দল প্রধান নীতীশ কুমারকে পরিষ্কার হুমকির সুরেই বলেছিলেন যে ভারতীয় রাজনীতির মানচিত্র থেকেই দ্রুত জেডিইউ নিশ্চিহ্ন হয়ে যাবে।
আজ রাজনাথ সিংয়ের হুমকির জবাব বেশ পালটা কড়া হুমকির সুরেই দিলেন নীতীশ। জেডিইউ প্রধান জানালেন ``আমি মুখ খুললে একগাদা লোক বিপদে পড়বে।``
গত সপ্তাহেই বিজেপি-জেডিইউয়ের ১৭ বছরের রাজনৈতিক বন্ধুত্বে দাঁড়ি পড়েছে। নীতীশ কুমার দাবি করেছেন বিজেপির আগ বাড়িয়ে নরেন্দ্র মোদীকে দলের প্রচারের মুখ ঘোষণা করার ফলে বাধ্য হয়েই বিজেপি থেকে সরে আসতে হয়েছে জেডিইউকে।
বিহার বিধানসভায় কংগ্রেসের সহযোগীতায় আস্থা ভোটে জিতে মোটামুটি আত্মবিশ্বাসের তুঙ্গে নীতিশ কুমার। আজ তাঁর বক্তব্যে সেই আত্মবিশ্বাসেরই ঝলক দেখা গেল।
First Published: Monday, June 24, 2013, 14:11