Last Updated: February 25, 2012 20:55

কলকাতায় খেলা বিদেশি ফুটবলারদের ব্যাপারে এবার সতর্ক হচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। ময়দানের বিভিন্ন ক্লাবে খেলা বিদেশি ফুটবলার, বিশেষ করে নাইজেরীয় ফুটবলারদের জন্য আচরণবিধি চালু করতে চলেছে আইএফএ।
গত কয়েকদিনে নানান কারণে বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন ক্লাবের নাইজেরীয় ফুটবলাররা। তাই এই পদক্ষেপ।
নতুন মরসুম শুরুর আগেই এব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবেন আইএফএ সচিব।
First Published: Saturday, February 25, 2012, 20:55