Last Updated: March 10, 2012 23:30

আইএফএ শিল্ডের সেমিফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল। গ্রুপের শেষ ম্যাচে লাজং এফসিকে ৩-০ গোলে হারিয়ে দিল মরগ্যানের দল।
ইস্টবেঙ্গলের হয়ে ৩টি গোল করেন টোলগে, গুরবিন্দর ও রবিন সিং। প্রথমার্ধের ১৭ মিনিটে টোলগের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপর ম্যাচে কামব্যাক করা দূরে থাক, ইস্টবেঙ্গলের দাপট একবারের জন্যও কমাতে পারেনি প্রদ্যুম রেড্ডির দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়তে থাকে ইস্টবেঙ্গলের। গোলের কয়েকটি সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে ব্যর্থ হন টোলগে-রবিনরা। দ্বিতীয়ার্ধে প্রথমে গুরবিন্দার এবং তারপর রবিন গোল করে ব্যবধান বাড়ান। প্রায় ১৬ মাস পর আবার ইস্টবেঙ্গল জার্সিতে ম্যাচ খেললেন অ্যালভিটো ডিকুনহা।
First Published: Saturday, March 10, 2012, 23:30