খড়্গপুর আইআইটির হস্টেলের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কম্পিউটার সায়েন্সের কৃতী ছাত্রের

খড়্গপুর আইআইটির হস্টেলের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কম্পিউটার সায়েন্সের কৃতী ছাত্রের

খড়্গপুর আইআইটির হস্টেলের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কম্পিউটার সায়েন্সের কৃতী ছাত্রের  সোমবার হোলির দিন হোস্টেলে নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন খড়্গপুর আইআইটির এমটেক-এর এক ছাত্র। এই নিয়ে গত ছ`বছরে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে ২১ জন আত্মহত্যা করলেন।


সোমবার সকাল ১১টা ৩০ নাগাদ হোস্টেলের ঘরে ২৪ বছরের বোগা শ্রবনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে। কম্পিউটার সায়েন্সের এই কৃতী ছাত্রের মৃত্যুতে একই সঙ্গে বিস্মিত ও শোকাহত আইআইটি ক্যাম্পাস।

হোলির দিন বন্ধুদের সঙ্গেই রঙ খেলার কথা ছিল বোগার। কিন্তু নির্দিষ্ট সময়ের ঘণ্টা খানেক পেরিয়ে যাওয়ার পরেও যখন তাঁকে রঙ খেলতে নামতে না দেখে তাঁর বন্ধুরা বোগাকে খুঁজতে তাঁর ঘরে যান। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বার দরজা ধাক্কা দেওয়ার পড়েও তা না খোলায় বোগার বন্ধুরা জানলা ভাঙার চেষ্টা করেন। জানলা দিয়েই তাঁরা বোগার ঝুলন্ত দেহ দেখতে পান। তৎক্ষণাৎ বোগার বন্ধুরা কলেজ কর্তৃপক্ষকে খবর দেন।

বোগার দেহ আপাতত ময়না তদন্তের জন্য খড়্গপুর পুলিসের দখলে। তাঁর ঘর থেকে অবশ্য কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি।

First Published: Tuesday, March 18, 2014, 12:53


comments powered by Disqus