Last Updated: July 21, 2013 22:18

পাণ্ডাদের হাজার টাকার দাবি মেটাননি তিনি। তাই জুটল চড়। সেইসঙ্গে নামিয়ে দেওয়া হল জগন্নাথের রথ থেকেও। রবিবার পুরীতে এমনই কিছু ঘটল পদ্মশ্রী প্রাপ্ত নৃত্যশিল্পী ইলিয়ানা সিটারিসির সঙ্গে।
ইতালিতে জন্ম ইলিয়ানার। ওডিশি ও ছৌ নৃত্যে পারদর্শী ইলিয়ানা ১৯৭৯ সাল থেকেই থাকেন ওড়িশায়। এ দিন পাণ্ডাদের আচরণে বিস্মিত ৫৫ বছরের ইলিয়ানা বলেন, আমি হতবম্ব। আমার সঙ্গে প্রথম এরকম কিছু ঘটল। জগন্নাথ দেবের সঙ্গে আমাদের আত্মিক যোগ। তাঁর সেবকদের থেকে এরকম আচরণ আমরা ভাবতেও পারি না। এমনকী তাঁকে বিদেশি বলেও কটাক্ষ করা হয়েছে বলেও জানিয়েছেন ইলিয়ানা। মন্দির কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন ইলিয়ানা।
ইতালির বারগামো থেকে ৩৪ বছর আগে ওড়িশায় আসেন ইলিয়ানা। গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে ওডিশির তালিম নেন তিনি। পরে ময়ূরভঞ্জ ছৌ নাচও শেখেন। এই দুই ধারার মিশ্রণে জন্ম দিয়েছিলেন নিজস্ব নৃত্যশৈলীর। ১৯৯৫ সালে বাংলা ছবি যুগান্তর কোরিওগ্রাফি করে পান জাতীয় পুরস্কার। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।
First Published: Sunday, July 21, 2013, 22:18