Last Updated: October 6, 2011 16:33

বিজয়াদশমীর বিষণ্ণতায় মিলেমিশে একাকার দুই বাংলা। প্রতিবারই টাকির ইছামতী নদীতে ভাসানের সমারোহে সমবেত হন এপার আর ওপার বাংলার মানুষ। ইছামতীর এপারে টাকি অন্যপারে সাতক্ষীরা। টাকি ছাড়া এ বারের ভাসানে অংশ নিয়েছেন বসিরহাট,হাসনাবাদ আর সাতক্ষীরার তেভাটা, ভাতশালা, শ্রীপুর, ঘলঘলে, পুরুলিয়ার অসংখ্য মানুষ। জোড়া নৌকায় প্রতিমা নিরঞ্জন এখানকার অন্যতম বৈশিষ্ট্য। শুধু সীমান্তবর্তী এলাকারই নয়, বহুদিন ধরে চলে
আসা এই প্রথা চাক্ষুষ করতে আসেন দুদেশের বহু দূরের মানুষও।ভৌগোলিক অবস্থানের জন্য এখানে নিরাপত্তা যেমন জোরদার থাকে, তেমনই আবার বাঙালির শ্রেষ্ঠ উত্সবের এই আবেগঘন মুহূর্তে সীমান্তপ্রহরীরাও সামিল হয়ে যান সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ উচ্ছ্বাসে।
First Published: Thursday, October 6, 2011, 16:33