Last Updated: January 15, 2014 17:47

জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ইমরান হাসমি। একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী তাঁর ৪ বছরের ছেলের শরীরে দানা বেঁধেছে ক্যান্সার। ইমরানের কাকা মহেশ ভট দৈনিককে খবরটি জানিয়েছেন।
মু্ম্বইয়ের হিন্দুজা হাসপাতেলর চিকিত্সকরা ইমরানের ছেলে অয়নের কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমর খুঁজে পেয়েছেন। যদিও ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়ায় চিকিত্সার মাধ্যমে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন চিকিত্সকরা। অস্ত্রপচারের পর কেমোথেরাপির মাধ্যমে চলবে চিকিত্সা।
মহেশ জানান খবর শোনার পর সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন ইমরান ও তাঁর স্ত্রী। কিন্তু এখন লড়াই করার জন্য প্রস্তুত ইমরান। সব শুটিং বাতিল করে ছেলের সঙ্গে রয়েছেন তিনি। রইল আমাদের প্রার্থনাও।
First Published: Wednesday, January 15, 2014, 17:47