Imran Masood arrested for threatening Narendra Modi; Rahul Gandhi cancels Saharanpur rally

মোদীকে খুন করার হুমকি দেওয়ায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী

সাহারনপুরের কংগ্রেস প্রার্থী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে `টুকরো টুকরো করে কেটে ফেলার` হুমকি দেওয়ায় গ্রেফতার হলেন কংগ্রেস নেতা। সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় ওঠে দেশের রাজনীতিতে। শনিবার ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইমরান মাসুদকে।

আজই সাহারানপুরে সমাবেশ করার কথা ছিল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর। শোনাযাচ্ছে সমাবেশ বাতিল করেছেন রাহুল।

গতকালের মাসুদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে এফ আই আর দায়ের হয় মাসুদের বিরুদ্ধে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। এই ধরনের `উত্তেজক` মন্তব্য ছড়ানোর জন্য ইমরান মাসুদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।

উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নির্বাচনী জনসভায় মাসুদ বলেন ``যদি মোদী উত্তরপ্রদেশকে গুজরাতে পরিণত করার চেষ্টা করেন তাহলে আমরা ওনাকে টুকরো টুকরো করে কেটে ফেলব। আমি যেমন মরতেও ভোয় পাই না তেমনই প্রয়োজনে কাউকে মারতেও পিছিয়ে আসব না। মোদীর বিরুদ্ধে আমার লড়াই। উনি ভাবছেন উত্তর প্রদেশও গুজরাত হবে। গুজরাতে মাত্র ৪% মুসলিম রয়েছেন। উত্তর প্রদেশের ৪২% মানুষই মুসলিম।``

First Published: Saturday, March 29, 2014, 10:05


comments powered by Disqus