বয়স, অসুস্থতার দোহাই দিয়ে কম সাজার আর্জি, কিছুক্ষণের মধ্যে ঠিক হবে লালুর জেল যাপনের সময় সীমা

বয়স, অসুস্থতার দোহাই দিয়ে কম সাজার আর্জি, দুপুর তিনটেয় ঠিক হবে লালুর জেল যাপনের সময় সীমা

বয়স, অসুস্থতার দোহাই দিয়ে কম সাজার আর্জি, দুপুর তিনটেয় ঠিক হবে লালুর জেল যাপনের সময় সীমাসওয়াল জবাব শেষ৷ দুপুর আড়াইটেয় নাগাদ লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত৷ সাজা ঘোষণা হবে পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত আরও ৩৭ জনের৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলে বসেই সাজা শুনবেন আরজেডি প্রধান৷

এদিন, লালু প্রসাদের বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করে যতটা সম্ভব কম সাজার আর্জি জানান তাঁর আইনজীবী৷ পাশপাশি, আরজেডি প্রধানের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন৷  যদিও, সিবিআইয়ের আইনজীবীদের মতে, ন্যূনতম ৪ থেকে সর্বোচ্চ ৭ বছর জেল হতে পারে লালুর৷ কেন্দ্রের অর্ডিন্যান্স প্রত্যাহারের পর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সাংসদ পদ খোয়াবেন লালুপ্রসাদ যাদব৷






First Published: Thursday, October 3, 2013, 14:27


comments powered by Disqus