নয়া মানচিত্রে ফের অরুণাচলপ্রদেশকে নিজেদের অংশ হিসাবে দেখাল চিন

নয়া মানচিত্রে ফের অরুণাচলপ্রদেশকে নিজেদের অংশ হিসাবে দেখাল চিন

নয়া মানচিত্রে ফের অরুণাচলপ্রদেশকে নিজেদের অংশ হিসাবে দেখাল চিনদুদেশেই নেতৃত্বের পালাবদল হয়েছে। নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উদ্যোগও শুরু হয়েছে। কিন্তু, বিরোধের মৌলিক জায়গা থেকে চিন যে এতটুকুও সরেনি তারই প্রমাণ মিলল শনিবার। বেজিংয়ের তরফে প্রকাশিত নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে সেদেশের অঙ্গ হিসেবে দেখানো হয়েছে।

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এই রিপোর্ট প্রকাশ হয়েছে। নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশকে সরাসরি চিনের অঙ্গ হিসেবেই দেখানো হয়েছে। আগে এই প্রদেশকে বিতর্কিত এলাকা হিসেবে দাবি করত চিন। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাকেও নিজের বলে দাবি করেছে চিন। প্রতিবেশীর এই আচরণের তীব্র নিন্দা করেছে ভারত।

First Published: Sunday, June 29, 2014, 11:11


comments powered by Disqus