Last Updated: November 2, 2012 22:23

বাস-ট্যাক্সির পর এবার ভাড়া বাড়ল ট্রামেও। চার কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়িয়ে করা হল পাঁচ টাকা। এতদিন তা ছিল চার টাকা। চার কিলোমিটারের পর পাঁচ টাকার বদলে এবার থেকে ছ টাকা ট্রামভাড়া দিতে হবে যাত্রীদের। রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। বিদ্যুতের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আজ থেকেই কার্যকর হল এই বর্ধিত ভাড়া৷ প্রসঙ্গত, অক্টোবরের মাঝামাঝি ট্রামে দ্বিতীয় শ্রেণি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার৷
First Published: Friday, November 2, 2012, 22:23