রোহিত শর্মার হাত ধরে শিখরে উঠে, বিরাট জয়ের উচ্ছ্বাস ভারতের

রোহিত শর্মার হাত ধরে শিখরে উঠে, বিরাট জয়ের উচ্ছ্বাস ভারতের

রোহিত শর্মার হাত ধরে শিখরে উঠে, বিরাট জয়ের উচ্ছ্বাস ভারতের জয়পুরে দ্বিতীয় একদিনের ম্যচে দুরন্ত জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। ৯ উইকেটে জয়ী হয় ভারত। ১ উইকেটে ভারত করে ৩৬২ রান। অস্ট্রেলিয়ার স্কোর ৩৫৯-৫। শতরান করেন রোহিত, কোহেলি।

স্বামী মান সিং স্টেডিয়ামের অস্ট্রেলিয়ার `টপ-হাইভ` ব্যাটস ম্যানরা অর্ধ শতরান করেন। রোহিত শর্মা করেন ১৪১, শিখর ধওয়ান ৯৫ রান ও বিরাট কহলি ১০০ রান জোড়েন। ম্যাচের ৪৪ ওভার চলার সময়ই জয়ের লখ্যমাত্রায় পৌঁছয় ধনি বাহিনী।


First Published: Wednesday, October 16, 2013, 21:52


comments powered by Disqus