Last Updated: May 10, 2014 22:54
ফের কমিশনকে হেনস্থা। এবারও কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেনের সমর্থনে আজ বাইক মিছিল করে তৃণমূল। বহরমপুরের থেকে শুরু হয় মিছিল।
কাছে বাধা দেন নির্বাচন কমিশনের পুলিস পর্যবেক্ষক ইন্দুকুমার ভূষণ। মাত্র তিনটি বাইক নিয়ে মিছিলের অনুমতি থাকলেও কেন দুশ বাইকের মিছিল? প্রশ্ন তোলেন তিনি।
পর্যবেক্ষক মিছিল আটকাতেই রে রে করে তেড়ে যায় তৃণমূল কংগ্রেস।
পর্যবেক্ষকের কথা কানেই তোলেনি তৃণমূল কর্মী, সমর্থকরা। পর্যবেক্ষককে অগ্রাহ্য করেই বাইক মিছিল নিয়ে বেরিয়ে যায়।
তৃণমূলের বিধি লঙ্ঘন মেনে নিতে পারেননি পর্যবেক্ষক ইন্দুকুমার ভূষণ। গাড়ি নিয়ে তিন কিলোমিটার পিছু ধাওয়া করেন। কাশিমবাজার এলাকায় পৌছে পাঁচটি বাইক আটক করেন তিনি। আরও এক কিলোমিটার দূরে গিয়ে ফের দশটি বাইক আটকান পর্যবেক্ষক ইন্দু কুমার ভূষণ।
বহরমপুরের খাগড়া এলাকায় গিয়ে তৃতীয় বার বাইক আটকাতে যান ইন্দু কুমার ভূষণ। এইসময়ই এসিপি জওয়ানদের একাংশ জানিয়ে দেয় পর্যবেক্ষককে সহায়তা করা তাদের পক্ষে সম্ভব নয়।
মিছিলকে ধাওয়া করতে করতে বহরমপুরের কুঞ্জঘাটায় পৌছন। সেখানে পৌছে বাইক আটক করলে তৃণমূলনেতা-কর্মীরা তাকে ঘিরে ফেলে। এইসময় তাঁকে বাঁচাতে একজন পুলিসও এগিয়ে আসেনি। কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয় কর্তব্যরত পুলিস কর্মীরা। ইন্দুকুমার ভূষণ তার দুই দেহরক্ষীকে নিয়ে কোনওমতে নিজের গাড়িতে ওঠেন। এরপর সেই গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দশমিনিট গাড়ি ঘেরাও করে রেখে চলে গালিগালাজ, বিক্ষোভ। পরে জেলাপুলিস সুপার গিয়ে পর্যবেক্ষককে উদ্ধার করে।
First Published: Saturday, May 10, 2014, 22:54