স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রীভারতের ৬৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর ভাষণ দেশের আর্থিক বৃদ্ধি থেকে সীমান্তে পাঁচ জওয়ানের মৃত্যু, বিবিধ বিষয় উঠে এল।

কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। এধরণের ঘটনা রুখতে ভারত সবধরণের পদক্ষেপ নেবে বলে জানালেন তিনি। ভারত-পাক সম্পর্কের উন্নতি চাইলে পাকিস্তানকে `ভারত-বিরোধী` কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় হতে হবে বলেও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী।

বর্তমান আর্থিক অধগতি ভারত দ্রুত কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মনমোহন সিং। গত নয় বছরে গড়ে ৭.৯% আর্থিক বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি।

সন্ত্রাসবাদ ও মাওবাদী হামলায় লাগাম পড়াতে কিছুটা হলেও সক্ষম হয়েছে কেন্দ্র। আজ লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে এমনটাই বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের।

লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে সাম্প্রদায়িক শক্তিকে রোখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, ভারতের মতো ধর্মনিরপেক্ষ আধুনিক দেশে সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই।

রেলওয়ে, বিমানপরিষেবা, বিদ্যুৎ ক্ষেত্র, রাস্তাঘাট, বন্দর ও টেলিকমিশনে দেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কয়লার প্রতুল যোগআন সত্ত্বেও তাপবিদ্যুৎ উৎপাদনে দেশের অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি।

জাতীর উদ্দেশে ভাষণে মনমোহন সিংয়ের বক্তব্যে খাদ্য সুরক্ষা বিলের কথাও উঠে এল। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দাবি করেছেন খাদ্য সুরক্ষা আইন চালু হলে দেশের ৭৫% গ্রামাঞ্চলে ও ৫০% শহরাঞ্চলের জনগন উপকৃত হবেন।

নৌসেনার সাবমেরিন সিন্ধুরক্ষকের বিস্ফোরণে ১৮জন নৌসৈনিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর সঙ্গেই উত্তরাখণ্ডের বন্যা বিদ্ধস্ত অঞ্চলের মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

গ্রামাঞ্চলের চিকিৎসা ব্যবস্থার ক্রমোন্নতির কথা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে।

First Published: Thursday, August 15, 2013, 09:24


comments powered by Disqus