দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতীয় এ দল

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতীয় এ দল

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতীয় এ দলদক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারতীয় এ দল। আয়োজক দক্ষিণ আফ্রিকা এ দলকে ৩৯ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত শিখর ধাওয়ানের দ্বিশতরান ও অধিনায়ক পূজারার শতরানের সৌজন্যে ৫০ ওভারে তিন উইকেটে ৪৩৩ রান করে। ধাওয়ান ২৪৮ করেন। পূজারা ১০৯ রানে অপরাজিত থাকেন।

জবাবে ৪৮ ওভার চার বল খেলে ৩৯৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এ দল। প্রোটিয়াসদের পক্ষে হেনড্রিকস ও জারভেল্ড শতরান করেন।ভারতের পক্ষে ঈশ্বর পান্ডে চারটি উইকেট পেয়েছেন। ফাইনালে ভারতীয় এ দল অস্ট্রেলিয়া এ দলের মুখোমুখি হবে।

First Published: Monday, August 12, 2013, 22:44


comments powered by Disqus