মীরপুরে মহালজ্জা- রায়নারা অলআউট ১০৫ রানে

মীরপুরে মাথানত- রায়নারা অলআউট ১০৫ রানে

মীরপুরে মাথানত- রায়নারা অলআউট ১০৫ রানে---------------------------
ভারত-১০৫ (২৫ ওভার)

মীরপুর ওয়ানডেতে ভারতকে লজ্জার মুখোমুখি হতে হল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুরেশ রায়নার দল অলআউট হয়ে গেল মাত্র ১০৫ রানে। মাত্র চারজন ব্যাটসম্যান দু অঙ্কের রান পেলেন। এই ম্যাচেই অভিষেক হওয়া বাংলাদেশী মিডিয়াম পেসার তাসকিন আমেদের কাছে আত্মসমর্পন করলেন উথাপ্পা,রায়নারা। ৮ ওভার বল করে ২৮ রান দিয়ে তাসকিন পেলেন ৫টি উইকেটর মাত্র ২৫ ওভারেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

দলের ৬৬ রানের মধ্যেই ভারতের ৬ জন স্পেশালিস্ট ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। শেষ অবধি উমেশ যাদবের ১৭ রানের সৌজন্যে কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। দলের এক রানের মাথায় আজিঙ্কা রাহানের (০) উইকেট দিয়ে পতনের শুরু হয়েছিল। এরপর একে একে উথাপ্পা (১৪), রায়াডু (১), পুজারা (১১)-রা আউট হতে থাকেন। বাংলার ঋদ্ধিমান সাহাও সুযোগ কাজে লাগাতে পারলেন না। ঋদ্ধি আউট হলেন ৫ রানে। ঋদ্ধির আউটের পরেই রায়নাও রান আউট হয়ে উইকেটবিসর্জন দেন। রায়না করেন দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান। ব্যাট হাতে ব্যর্থ হলেন স্টুয়ার্ট বিন্নিও (৩)।

রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাকে বিশ্রমা দিয়ে উথাপ্পা, বিন্নিদের সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে। বিশ্বকাপের আগে তরুণদের কাছে এটাই কার্যত শেষ সুযোগ। কিন্তু সুযোগ দিতে গিয়ে সম্মান খোয়াতে বসেছে ভারতীয় ক্রিকেট।

First Published: Tuesday, June 17, 2014, 19:07


comments powered by Disqus