Last Updated: September 15, 2012 22:04

সিনিয়রদের অনুপস্থিতিতে ডেভিস কাপে ভারতের সম্মানরক্ষা করলেন জুনিয়ররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরুষদের সিঙ্গলস এবং ডাবলস জিতে ৩-০ ম্যাচে জয় পায় ভারত। যার ফলে এশিয়া-ওশিনিয়া অঞ্চলের এক নম্বর গ্রুপে টিকে গেল ভারতীয় দল। শনিবার পুরুষদের ডাবলসে নিউজিল্যান্ডের মাইকেল ভেনাস-কিং টার্নার জুটিকে হাড্ডাহাড্ডির লড়াইয়ে হারিয়ে দেয় ভারতের দিভিজ শরন-বিষ্ণুবর্ধনের জুটি। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ৭-৬,৪-৬,৬-৩,৬-৭,৬-৩।
তার আগে পুরুষদের সিঙ্গলসে নিউজিল্যান্ডের জোস স্ট্যাথমের বিরুদ্ধে সহজ জয় পান ভারতের বিষ্ণুবর্ধন। খারাপ আলোর জন্য শুক্রবার এই ম্যাচ বন্ধ করতে হয়েছিল। খেলা বন্ধ হওয়ার সময় দুসেটে এগিয়ে ছিলেন বিষ্ণু। শনিবার কোর্টে নেমে আধ ঘন্টার মধ্যেই ম্যাচ জিতে নেন তিনি। একগুচ্ছ ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে ৬-২,৬-৭,৬-৪,৬-২ ফলে ম্যাচ জিতে নেন বিষ্ণুবর্ধন। শুক্রবার টাইয়ের প্রথম ম্যাচ জিতেছিলেন ভারতের ইউকি ভামরি।
First Published: Saturday, September 15, 2012, 22:04