হোয়াইটওয়াশ করতে চাই ১৫৫ রান

হোয়াইটওয়াশ করতে চাই ১৫৫ রান

হোয়াইটওয়াশ করতে চাই ১৫৫ রানঅস্ট্রেলিয়া-- ২৬২, ১৬৪
ভারত-- ২৭২, ৪৬/১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ সিরিজ জয় করতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতকে করতে হবে ১৪১ রান। এমনতি রানটা দেখে যতই সহজ মনে হোক, কোটলার পিচ, আর টেস্ট ক্রিকেটের ইতিহাস কিন্তু ধোনিদের চিন্তায় রাখছে।

আজ তৃতীয় দিনে উইকেটের বন্যা বইল। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৭২ রান। মানে গতকালের রানের থেকে মাত্র ৬ রান যোগ করতে পারেন ভারতীয় টেলএন্ডাররা। অসি স্পিনার নাথন লিঁয় নিলেন ৭ উইকেটে। সিরিজের একেবারে শেষবেলায় লিঁয় জ্বলে উঠলেন। কে জানে আগে জ্বলে উঠলে হয়ত সিরিজে অসিদের এতটা অপদস্থ হতে হত না। সিরিজে ভারতের সেরা বোলার জাদেজা নিলেন পাঁচ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোটলার পিচের ভূত তাড়া করল অসিদের। কোটলার পিচে বল কখনও লাফিয়ে, কখনও গড়িয়ে যাচ্ছে। তারওপর আবার ভারতের বোলিং আক্রমণে আছেন ওঝা, অশ্বিন, জাদেজারা। এই তিন স্পিনারের বোলিংয়ের সামনে অসিদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ১৬৪ রানে।






First Published: Sunday, March 24, 2013, 13:56


comments powered by Disqus