Last Updated: December 16, 2012 11:31

নাগপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রানে লিড পেল ইংল্যান্ড। রবিবার কিছুটা নাটকীয়ভাবে প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে থাকা সত্ত্বেও ডিক্লেয়ার দিয়ে দেন ভারত অধিনায়ক ধোনি। ভারতের স্কোর তখন ৯ উইকেটে ৩২৬। আর অশ্বিন ২৯ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ৪ উইকেট নেন।
তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বড়সড় রান আটকাতে পেসারদের ওপরই ভরসা রাখতে হবে ভারতকে। নাগপুর টেস্টে জিতে যেখানে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারত, সেখানে আপাতত ম্যাচ ড্র করে সিরিজ পকেটে পোরার লক্ষ্যেই এগোচ্ছে ইংল্যান্ড। ইতিমধ্যেই চতুর্থ দিনেও প্রথম এক ঘণ্টা ভারতের ব্যাট করার সিদ্ধান্তে সমালোচনার মুখে ধোনি। বেশিক্ষণ ব্যাট করার উদ্দেশ্য না থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত সময় নষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদি আজ গোটা দিন ও কালকের প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ড ক্রিজে টিকে থাকতে পারে তাহলেই বিনা বাধায় সিরিজ পকেটস্থ করবেন কুক।
First Published: Sunday, December 16, 2012, 11:31