Last Updated: February 26, 2012 10:00

স্বপ্নভঙ্গ ভারতীয় মহিলা হকি দলের। লন্ডন অলিম্পিকে যোগ্যতাঅর্জন করতে পারল না তারা। অলিম্পিক কোয়ালিফাইংয়ের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-১ গোলে হেরে গেলেন ঋতুরাণীরা।
খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বিরতির আগে পেনাল্টি কর্ণার থেকে ২-০ করেন কোয়েটজি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি কোয়েটজির গোলেই ব্যবধান বাড়ায় দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি কর্ণার থেকে গোল করে ভারতের কিছুটা আশা জাগিয়েছিলেন যশপ্রীত কাউর। কিন্তু শেষরক্ষা হয়নি।বত্রিশ বছর পর ভারতের সামনে অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ এসেছিল। অলিম্পিকে খেলার জন্য আরও ৪ বছর অপেক্ষা করতে হবে ভারতীয় মহিলা হকি দলকে।
First Published: Sunday, February 26, 2012, 10:00