দ্বিতীয় একদিনের ম্যাচেও জয়ী ভারত

দ্বিতীয় একদিনের ম্যাচেও জয়ী ভারত

দ্বিতীয় একদিনের ম্যাচেও জয়ী ভারতবিরাট কোহলির দুরন্ত ১১৭, রোহিত শর্মার অপরাজিত ৯০ রানে ভর করে দ্বিতীয় এক দিনের ম্যাচেও জয়ের মুখ দেখল টিম ইন্ডিয়া। শুক্রবার বিশাখাপত্তনমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে
৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বীরেন্দ্র সেওয়াগের দল। সেই সঙ্গেই এক দিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ রানে ক্যারিয়াবানদের ৮ উইকেট চলে গিয়েছিল। কিন্তু দশম ব্যাটসম্যান রবি রামপালের
অপরাজিত ৮৬ রানের দৌলতে সম্মানজনক স্কোর খাড়া করে তাঁরা। উল্লেখ্য, এদিন দশম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের মহম্মদ আমেরের অপরাজিত ৭৩ রানের রেকর্ড ভেঙে দিলেন রামপাল। ২০০৯ সালে আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন আমের।
২৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারতীয় দল। দ্বিতীয় ওভারে ব্যক্তিগত দু'রানের মাথায় আউট হন পার্থিব প্যাটেল। এর পরই বৃষ্টির জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খেলা।
ফের খেলা শুরু হওয়ার পর ৪৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ১৪টি চার-সহ ১১৭ রান করেন কোহলি। রোহিত শর্মার
অপরাজিত ৯০ রানের ইনিংস আসে ৭টি চার ও দুটি ছয়ের মাধ্যমে।





First Published: Saturday, December 3, 2011, 00:06


comments powered by Disqus