Last Updated: March 26, 2013 17:26

একটুর জন্য আইসিসি ক্রমতালিকায় দু নম্বর স্থান পাওয়া হল না ভারতের। অসিদের ৪-০ ব্রাউনওয়াশ করার পর ধোনিদের সামনে টেস্টে সেকেন্ড বয় হওয়ার দারুণ একটা সুযোগ ছিল। সেক্ষেত্রে অকল্যান্ড টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারতে হত ইংল্যান্ডকে। তবে ম্যাট প্রায়রের দুরন্ত শতরানের সুবাদে নাটকীয় ড্র করে দ্বিতীয় স্থান ধরে রাখল ইংল্যান্ড।
ক্রম তালিকায় সবার আগে থাকল দক্ষিণ আফ্রিকা।
দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-০ পরাজিত করার পর র্যাঙ্কিং-এ একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে।
প্রথম হয়ে বছর শেষ করার জন্য দক্ষিণ আফ্রিকা আইসিসির তরফ থেকে চার লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার হিসাবে পাবে। দ্বিতীয় ও তৃতীয় হওয়ার জন্য ইংল্যান্ড ও ভারত পাবে যথাক্রমে তিন লক্ষ ৫০ হাজার ও দু লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার।
First Published: Tuesday, March 26, 2013, 18:35