হেরেও র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল ভারত

হেরেও র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল ভারত

হেরেও র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল ভারতফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ভারত ১৪৩ নম্বরে উঠে এল। আগের চেয়ে বেশী আন্তর্জাতিক ম্যাচ খেলার সুফল পেলেন সুনীলরা।

তবে এএফসি চ্যালেঞ্জ কাপের যোগ্যতানির্ধারণী পর্বে ব্যর্থতার জন্য কোচ উইম কোয়েভারম্যানসের কাছ থেকে রিপোর্ট চাইল ফেডারেশন। মায়ানমারের কাছে শেষ ম্যাচে হেরে এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় ফুটবল দলের। নবি,মেহতাবদের ব্যর্থতায় হতাশ ফেডারেশন।
 
তবে এএফসি কাপে ব্যর্থতার জন্য কোচ আর ফুটবলারদের মধ্যে দূরত্বের কথা মানতে নারাজ ফেডারেশন সচিব কুশল দাস।

First Published: Thursday, March 14, 2013, 19:13


comments powered by Disqus