লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট ১১ রাজ্য ও পুদুচেরির ১১৭ আসনে, নজরে তামিলনাড়ু

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট ১১ রাজ্য ও পুদুচেরির ১১৭ আসনে, নজরে তামিলনাড়ু

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট ১১ রাজ্য ও পুদুচেরির ১১৭ আসনে, নজরে তামিলনাড়ু দেশের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে কাল ভোট ১১ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে.

কাল ভোট দেবে-

অসম
বিহার
ছত্তিসগড়
জম্মু ও কাশ্মীর
ঝাড়খণ্ড
মধ্য প্রদেশ
মহারাষ্ট্র
রাজস্থান
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ

পুদুচেরি(কেন্দ্রশাসিত অঞ্চল)

দেশের মোট ১১৭টি কেন্দ্রে ভোট. রাজ্যের ভিত্তিতে কেন্দ্রের সংখ্যা-

তামিলনাড়ু-৩৯
মহারাষ্ট্র-১৯
উত্তর প্রদেশ-১২
মধ্য প্রদেশ-১০
বিহার-৭
ছত্তিসগড়-৭
অসম-৬
পশ্চিমবঙ্গ-৬
রাজস্থান-৫
ঝাড়খণ্ড-৪
জম্ম ও কাশ্মীর-১

নজরে-

তামিলনাড়ু-মূল লড়াই এআইডিএমকে ও ডিএমকে-র. বিজেপি লড়ছে তৃতীয় ফ্রন্ট হিসেবে.

উত্তর প্রদেশ-মনিপুরি থেকে লড়ছেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব, কনৌজ থেকে লড়ছেন অখিলেশ পত্নী ডিম্পল, ফারুকবাদ থেকে লড়ছেন মন্ত্রী সলমন খুরশিদ, মথুরায় লড়ছেন বিজেপি প্রার্থী হেমা মালিনি. আরএলডি-র টিকিটে ফতেপুর সিক্রি থেকে প্রার্থী অমর সিং.

মহারাষ্ট্র-ভোট দেবে মুম্বই. হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের মিলিন্দ দেওরা, গুরদাস কামাত, সঞ্জয় নিরুপম. বিজেপি প্রার্থী প্রমোদ মহাজনের মেয়ে পূণম মহাজনের বিরুদ্ধে লড়ছেন প্রিয়া দত্ত. আপ প্রার্থী মীরা সান্যাল ও মেধা পাটেকরও থাকবেন নজরে.

রাজস্থান-মাধোপুর থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহার উদ্দিন. বারমার থেকে প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং.

পশ্চিমবঙ্গ-জঙ্গিপুর থেকে অভিজিত্ মুখার্জি, রায়গঞ্জ থেকে দীপা দাসমুন্সি, মালদা উত্তর থেকে মৌসম বেনজির নূর ও মালদা দক্ষিণ থেকে আবু হাসেম খান চৌধুরী পুনর্নিবাচিত হওয়ার লক্ষ্যে লড়ছেন. রায়গঞ্জে দীপার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই সত্যরঞ্জন মুন্সি. জঙ্গিপুরে অভিজিতের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম. বালুরঘাটে তৃণমূলের তারকা প্রার্থী নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ ও মালদঙ উত্তরে তারকা প্রার্থী গায়ক সৌমিত্র রায়.

First Published: Wednesday, April 23, 2014, 23:33


comments powered by Disqus