Last Updated: January 18, 2013 16:50

ভারতীয় মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত দুই ইতালীয় নাবিকের মামলা চালানোর জন্য বিশেষ আদালত গঠন করা হতে পারে বলে জানান সুপ্রিম কোর্ট। ইতালীয় নাবিকদের আর্জি প্রসঙ্গে শীর্ষ আদালত জানায় এই ঘটনায় কেরল পুলিসের আওতায় অভিযুক্তদের রেখে বিচার চালানোর কোনও এক্তিয়ার নেই।
আর্ন্তজাতিক জলসীমায় গুলি চালনার ঘটনাটি ঘটায় এই জটিলতার কারণ। দুই ভারতীয় মৎস্যজীবীর খুন হওয়ার জন্য ভারতীয় বিচার ব্যবস্থার আওতায় অভিযুক্তদের বিচার চলতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির সঙ্গে আলচনাক্রমে কেন্দ্রকে বিশেষ আদালত গঠনের জন্য নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। গত বছর ফেব্রুয়ারিতে এনরিকা কার্গো জাহাজের দুই নাবিক ভারতীয় মৎস্যজীবীর ওপর গুলি চালায়।
First Published: Friday, January 18, 2013, 16:50