Last Updated: August 28, 2013 19:53

আর্থিক অস্থিরতা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন রতন টাটা। তাঁর মতে, "গোটা বিশ্বের বিশ্বাস হারিয়েছে ভারত।" কেন্দ্রীয় সরকার এর পরিণতি আঁচ করতে বেশ দেরী করছে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি এও বলেছেন, সরকারের সমস্ত লক্ষ্য কেন্দ্রীভূত রয়েছে বেসরকারি ক্ষেত্রে। রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরী হয় বলে মনে করেন টাটা। গত ডিসেম্বরে টাটা গোষ্ঠীর কর্ণধারের পদ থেকে ইস্তফা নেওয়া রতন টাটা প্রধানমন্ত্রীর পারফরমেন্স প্রসঙ্গে বলেছেন, "মনমোহন সিং ভারতকে উচ্চতায় নিয়ে গিয়েছেন, কিন্তু এখন আমরা তাঁর মধ্যে সেই সম্ভ্রম পাচ্ছি না।"
First Published: Wednesday, August 28, 2013, 19:54