চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ হকিতে হারল ভারত, india hockey team defeated by belgiam

চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ হকিতে হারল ভারত

চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ হকিতে হারল ভারতশেষ মূহূর্তে স্নায়ুর চাপে ভেঙে পড়ার রেকর্ড অব্যাহত রাখল ভারতীয় হকি দল। রবিবার দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ হকির রুদ্ধশ্বাস ফাইনালে বেলজিয়ামের কাছে ৪-৩ গোলে
হেরে গেলেন ভরত ছেত্রীরা।
একটা সময় ৩-১ গোলে এগিয়ে ছিল ভারতীয় হকি দল। প্রথমার্ধে খেলায় কার্যত একাধিপত্য ছিল ভারতের। কিন্তু তারপর দারুণভাবে ম্যাচে ফেরে বেলজিয়াম। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে দেয় তারা। ভারতের হয়ে গোলগুলি করেন রঘুনাথ,সন্দীপ সিং আর শিবেন্দ্র সিং।





First Published: Sunday, December 4, 2011, 22:14


comments powered by Disqus