Last Updated: January 19, 2014 13:12

নিউজিল্যান্ড সফরের শুরুতে বেশ চাপে মহেন্দ্র সিং ধোনির দল। টসে জিতে বল করতে নেমে শুরুটা বেশ ভালই করে ভারত। কিন্তু ওয়ানডে ক্রিকেট দ্রততম শতরানের মালিক অ্যান্ডারসেনর দুরন্ত ইনিংস ভারতকে ব্যাকফুট ঠেলে দেয়। জয়ের জন্য ২৯৩ রান তাড়া করতে নেমে কিউই পেসারদের গতির সামনে অসহায় হয়ে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান (৩২) কিছুটা লড়লেও রোহিত শর্মা (৩), আজিঙ্কা রাহানে (৭) , রায়নারা (১৮) কার্যত আত্মসমর্পণ করেন।
নিচের দেখুন ম্যাচের লাইভ স্কোরবোর্ড
First Published: Sunday, January 19, 2014, 13:22