Last Updated: February 17, 2014 09:21

New Zealand 192 & 571/6 (189.0 ov)। India 438
New Zealand lead by 325 runs with 4 wickets remaining
৩২ মাস পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বপ্নটাও ওয়েলিংটন টেস্টেও অধরা থেকে যাচ্ছে! ধোনিদের হাতের মুঠোয় থাকা ওয়েলিংটন টেস্ট মুঠো ছাড়া হয়ে গেল। এক সময় জয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ভারতীয় দল এখন হারের মুখে। আজই পরিষ্কার হয়ে গেল এই টেস্টে আর ভারতের জেতা হচ্ছে না। (নিচে দেখুন স্কোরবোর্ড)
সৌজন্যে ষষ্ঠ উইকৈট জুটিতে ব্রেন্ডন ম্যাকালাম-ব্র্যাডলি জন ওয়াটলিংয়ের ৩৫২ রানের পার্টনারশিপ। ২৮১ রানে অপরাজিত অধিনায়ক ম্যাকালাম। সেঞ্চুরি করলেন ওয়াটলিং। ম্যাকালাম-ওয়াটলিং ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। সামির বলে ওয়াটলিং ফিরে গেলেও আতঙ্ক গেল না। নিউজিল্যান্ডের লিড এখন ৩২৫ রানে। (নিচে দেখুন লাইভ স্কোরবোর্ড)
কাল ম্যাচের শেষদিন। চতুর্থ ইনিংসে ভারতকে ব্যাট করতে হবে। সিরিজে সমতায় ফেরা তো দূরের কথা এখন হোয়াইটওয়াশ রোখাই মূল কাজ ভারতীয়দের। (নিচে দেখুন স্কোরবোর্ড)
First Published: Monday, February 17, 2014, 12:52