Last Updated: February 14, 2014 09:55

ভ্যালেনটাইন্স ডে তে সবুজ পিচে কিউইদের জন্য কোনও গোলাপ রাখলেন না ভারতীয় পেসাররা। বেসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্টে জ্বলে উঠলেন ইশান্ত শর্মা, মহম্মদ সামি। ইশান্ত-সামির আগুনে ঝলসে গিয়ে নিউজিল্যান্ড অল আউট মাত্র ১৯২ রানে। ইশান্ত ১৭ ওভার বল করে ৫১ রান দিয়ে নিলেন ৬ উইকেট। সামি ১৬.৫ ওভারে ৭০ রান দিয়ে নিলেন ৪ উইকেট।
First Published: Friday, February 14, 2014, 12:11