Last Updated: February 25, 2012 21:14

পোলিও আক্রান্ত রাষ্ট্রের তালিকা থেকে শেষপর্যন্ত ভারতের নাম বাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। শনিবার দিল্লিতে পোলিও বিষয়ক একটি সম্মেলনে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। পোলিও টীকাকরণ কর্মসূচির সার্বিক সাফল্যের দিকে লক্ষ্য রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রায় একবছর আগেই ভারত থেকে নির্মূল হয়ে গিয়েছে পোলিও। কিন্তু, আন্তর্জাতিক স্তর থেকে সেই স্বীকৃতি আসতে লেগে গেল গোটা একটা বছর। শনিবার পোলিও বিষয়ক এক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ জানিয়েছেন, এদিনই এসে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরকারি চিঠি।
নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কিন্তু, এই স্বীকৃতিকে আগামী দুবছর ধরে রাখা যে এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ, সেকথাও জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পোলিওমুক্ত রাষ্ট্রের স্বীকৃতি যে কোনওভাবেই আত্মতুষ্টির পথকে প্রশস্ত করতে পারে না, সেকথা শনিবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
এই লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
First Published: Saturday, February 25, 2012, 21:14