Last Updated: October 2, 2012 22:37

শেষরক্ষা হল না, টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। দক্ষিণ
আফ্রিকার বিরুদ্ধে এক রানে জিতলেও নেট রানরেটের সূক্ষ্ম হিসাবে বিদায় নিল
ভারত। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া, পাকিস্তান।
শেষ চারে যাওয়ার লড়াইটা সরাসরি ভারত-পাকিস্তানের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিল।সেই লড়াইয়ে হার হল ধোনিদের।
খেলা শুরুর আগেই ধোনিরা জানতেন সেমিফাইনালে উঠতে হলে ৩১ রানের ব্যবধানে জিততে হবে। কিন্তু প্রথমে ব্যাটিং করে সুবিধা করতে না পারার মাশুলটা গুনতে হল। ১৫১ রান করার পর প্রতিযোগিতায় আগেই বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাকে ১২১ রানের মধ্যে গুটিয়ে রাখতে হত। কিন্তু টি টোয়েন্টিতে এই শক্ত কাজটা জাহির-অশ্বিনরা পারলেন না।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হলেও বাকি সব বার ধোনিরা হতাশই করেছেন। এবারও তাই হল। যে দেশে আইপিএল হয়, কোটি কোটি টাকা কামান ক্রিকেটার। সেই দেশে একই খেলায় একই ফর্ম্যাটে এতটা খারাপ করবেন কেন ধোনিরা? প্রশ্নটা কিন্তুটা থেকেই যাচ্ছে।
First Published: Wednesday, October 3, 2012, 09:23