Last Updated: July 26, 2013 19:21

উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার এক মাস কিছু দিন পর বৃহস্পতিবার গভীর রাতে একটি আবহাওয়া পর্যবেক্ষক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত। দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার করো থেকে এই কৃত্রিম উপগ্রহটি শুক্রবার উত্ক্ষেপন করা হয়েছে। ইনস্যাট-থ্রি ডি নামের এই উপগ্রহটি মেঘ ভাঙা বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিতে সমর্থ।
ইনস্যাট-থ্রি ডি বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা পর্যবেক্ষণ করে ভারী বৃষ্টিপাতের খবরও আগাম জানাবে। বিশেষজ্ঞরা মনে করছেন ইনস্যাট-থ্রি ডি আগে থাকলে উত্তরাখণ্ডের বিপর্যয়ের মোকাবিইয়েরনেক সহজে করা যেত।
এই উপগ্রহটি যেহেতু দিন রাত দিন ভারতীয় ভূখণ্ডের উপর নজর রাখবে আবহাওয়ার পূর্বাভাস এবার থেকে অনেক বেশি নির্ভুল হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
First Published: Friday, July 26, 2013, 19:21